Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্যাতিতার বিচারের দাবীতে বিজেপি’র মহকুমা শাসকের অফিস ঘেরাও কর্মসূচী

রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবীতে জেলায় জেলায় পশ্চিমবঙ্গ বিজেপি’র মহকুমা শাসকের অফিস ঘেরাও কর্মসূচী হল। আজ সোমবার, ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে, কাঁথি এস ডি ও  অফিস ঘেরাও করা হয়।
এই কর্মসূচীতে,কাঁথি ভবতারিণী মায়ের মন্দির থেকে মিছিল শুরু হয় এবং কাঁথি এস ডি ও . অফিসে সমাপ্ত হয়।
কাঁথি এস ডি ও  অফিস ঘেরাও ও ধর্ণা কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের  সাংসদ সৌমেন্দু অধিকারী,  কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্রশেখর মন্ডল, জেলা সাধারণ সম্পাদিকা মানসী পড়ুয়া,জেলা ইন-চার্জ সোমনাথ রায়,জেলা সহ-সভানেত্রী মুনমুন দাস ও বনশ্রী মাইতি, জেলা সম্পাদক নবীন প্রধান, রাজ্য মাইনরিটি মোর্চার নেত্রী মুক্তারুণ বিবি, জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি,জেলা নেতৃত্ব কণিষ্ক পন্ডা, ধীরেন্দ্রনাথ পাত্র সহ জেলার, বিধানসভার ও মন্ডলের নেতৃবৃন্দ এবং দলীয় কার্যকর্তা ও সমর্থকগন। এই ঘেরাও ও ধর্ণা কর্মসূচীতে উপস্থিত ভারতীয় জনতা পার্টির  নেতৃবৃন্দ, আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং তৎসঙ্গে উক্ত ঘটনার ন্যায়বিচারের দাবী জানান।এমন নারকীয় ঘটনার ও সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর ঘটে চলা অত্যাচারের ক্ষেত্রে শাসকদলের দলদাস পুলিশের ব্যর্থতা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের শাসন পরিকাঠামোর শীর্ষে বসে থাকা স্বৈরাচারী ও সর্বক্ষেত্রে ব্যর্থ  মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী জানান।মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছে। অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানানো হয়। সরকারের দুর্নীতি ও আরজিকর কান্ড কে ধামাচাপা দেওয়ার চেস্টার সমালোচনা করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read