Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালতে তোলা হলো ছাত্রীর শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে

চতুর্থ শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির  অভিযুক্ত শিক্ষককে মঙ্গলবার কাঁথি মহকুম আদালতে তোলা হয়।বিচারক তার জামির নাম মঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন।  পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -১ ব্লকের তালগাছারী  -২ পঞ্চায়েতের চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির  অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে।শিউরে ওঠার মতো ঘটনা ঘটল স্কুলের মধ্যেই! আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যখন গোটা রাজ্য উত্তাল, সেই আবহেই চতুর্থ শ্রেনীর ছাত্রীকে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি  করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে!

মন্দারমণি কোস্টাল থানা এলাকার চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসী। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম সুবল শীট। তাকে স্কুলের মধ্যেই আটকে রাখে ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাকে কিছুতেই পুলিশের হাতে দিতে নারাজ হয়। এমনই খবর পুলিশ সূত্রে। পরে পুলিশ  শিক্ষকে আটক করে নিয়ে যাই  জনতার দাবি দোষী শাস্তি চাই । অভিযোগ বাথরুমে নিয়ে গিয়ে ওই শিশু কন্যাকে শ্লীলতাহানি করায় অসুস্থ হয়ে পড়ে। তারপর বিষয়টি নির্যাতিতা শিশু কন্যা বাড়ি গিয়ে তার বাবা-মাকে সব বলে।তারপর এই বিষয়টি প্রকাশ্যে এলে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করে চলে বিক্ষোভ এলাকাবাসী। অবশেষে মন্দারমনি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read