কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এক নম্বর ব্লকে ধর্না অবস্থান করল বিজেপি।
পাঁশকুড়া পিডব্লিউডি মাঠ থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে এসে ব্লক অফিস ঘেরাও করে এবং সেখানে অবস্থান ও ধর্না দেয় তারা। তবে পাঁশকুড়ার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে আগলে রাখে ব্লক অফিসের মূল গেট। তবে বাঁশের ব্যারিকেট ভাঙ্গার চেষ্টা করে উত্তপ্ত বিজেপির কর্মী সমর্থকরা। পাশাপাশি ব্লকের মূল গেটের সামনে রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা। তারপর মূল গেটের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা।
Author: ekhansangbad
Post Views: ৩৮