পুলিশের হাত থেকে ধৃত অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলো দুই যুবক। অভিযোগ ৩১ আগস্ট রামনগর থানার বাড়সোলেমানপুর পশ্চিম গ্রামে জোর করে গণেশ পূজার চাঁদা তুলছিল কয়েকজন যুবক। অভিযোগ পেয়ে রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। চাঁদা আদায়কারীদের ধরতে গেলে অনেকে দৌড়ে পালিয়ে গেলেও বিমল শীটকে গ্রেফতার করে পুলিশ। তাকে যখন ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তখন কয়েকজন যুবক পুলিশের গাড়ি আটকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। পুলিশকে বাধা দিলে পুলিশের সঙ্গে মারপিটের ঘটনা ঘটে।
সেই ঘটনায় অভিযুক্ত দেবব্রত পুষ্টিকে পুলিশ গ্রেপ্তার করে। রবিবার ধৃত দুজনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন কাঁথি মহাকুমা আদালতের বিচারক। পুলিশ হেফাজতের পর বুধবার পুনরায় তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামির নাম মঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দেন।