বাইকে করে গণেশ পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না এক যুবকের। জানা গেছে এই বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে পটাশপুর ২ ব্লকের নৈপুর স্কুল বাজারের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে পটাশপুর থানার ব্রজলালপুরের বাসিন্দা তিন বন্ধু গণেশ পূজো দেখতে বেরিয়েছিল বাইকে করে। পটাশপুর বালিচক রাজ্য সড়কের নৈপুর স্কুল বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক গাড়ে ধাক্কা মেরে ছিটকে পড়ে তিন বন্ধু। ঘটনাস্থলে মৃত্যু হয় সুব্রত দাস (২৮)এর।
স্থানীয়রা আশঙ্কাজনক দুই বন্ধুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যায় বলে জানা গেছে। পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্থ বাইকটি আটক করে।