হিন্দু ধর্মালম্বী গ্রামাঞ্চলের বাসিন্দা বহু সাধারণ মানুষের ‘ত্রিধাম’ দেখার জন্য মন চাইলেও দেখা আর হয়ে ওঠে না। আর্থিকভাবে স্বচ্ছলতার কারণে তাদের মনের আশা আর পুরন হয়ে ওঠে না। সেই সকল মানুষের কথা চিন্তা করেছে ব্লু-বার্ড ক্লাবের সদস্যরা ৷
এবার পুজায় সেই ‘ত্রিধাম’ অর্থাৎ কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ-কে একই জায়গায় মানুষ দেখতে পাবে৷ সৌজন্যে ব্লু-বার্ড ক্লাব।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাসুদেবপুর ব্লু-বার্ড ক্লাবের এবারে নতুন চমক হচ্ছে- “পুরাতে মনস্কাম মা আসছেন ‘ত্রিধাম’ ( অমরনাথ, কেদারনাথ ও বদ্রীনাথ)। উদ্যোক্তা সংস্থার তরফে দাবি করা হয়েছে, এবারের দুর্গোৎসব প্রায় ৫৫ বছরে পদার্পণ করেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই থিম দর্শনার্থীদের নজর কাড়বে। মানুষ এখানে ‘ত্রিধাম’ একসঙ্গেই দেখতে পারবেন। সচরাচর এইরকম নজরকাড়া মণ্ডপসজ্জা গ্রামাঞ্চলে হয় না বলেই দাবি উদ্যোক্তা সংস্থার কর্মকর্তাদের।