পূর্ব মেদিনীপুর কাঁথি সিআইটিইউ রিজিওনাল কমিটির অধীনে কাঁথি শহর সমন্বয় কমিটির সম্মেলন শুরু হয় সি আই টি ইউ অফিসে। বিকেলে শহীদ বেদীতে মাল্যদান এবং শ্রমিক শ্রেণীর রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয় । পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা হরপ্রসাদ ত্রিপাঠী ।শহীদ বেদীতে মাল্যদান করেন কানাই মুখার্জি, বিশ্বনাথ রায়,সি আই টি ইউ কাঁথি রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, সভাপতি সুতনু মাইতি সহ শ্রমিক কর্মচারী,এবিটিএ র দীপক প্রধান।সম্মেলন কক্ষে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ,টোটো ,অটো চালক, দোকান কর্মচারী, স্ট্রীট হকার,বাস লরি কর্মচারীরা অংশগ্রহণ করেন। সভা মঞ্চে দাবি ওঠে সামাজিক সুরক্ষা ,শ্রমিকের মজুরি বৃদ্ধি ,কাজের সময় নির্দিষ্ট কারণ, কাজের স্থায়ীকরণ ।
সম্মেলনের খসড়া প্রস্তাব পাঠ করেন বিশ্বনাথ রায় এবং আগামী দিনে শ্রমজীবী মানুষের দাবি আন্দোলনের লড়াইয়ে সমস্ত শ্রমিক সং সংগঠনগুলিকে একত্রিত হয়ে লড়াই আন্দোলনে অংশগ্রহণ করার আবেদন জানান। সম্মেলন শেষে বিশ্বনাথ রায়কে সম্পাদক করে ২৫ জনের কমিটি তৈরি করা হয় আগামী ৩বছরের জন্য।সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক নেতা হরপ্রসাদ ত্রিপাঠ,বক্তব্য রাখেন কানাই মুখার্জি কাঁথি রিজনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা,সৌম্যজিত দাস, বিদ্যুৎ দে ।সভা পরিচালনা করেন শেখ সুজাউদ্দিন।সম্মেলন শেষে আরজি কর কান্ডের বিচার চেয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করে, আজ কাঁথিতে ডাক্তারদের ডাকা রাত জাগা মিছিলে শামিল হওয়ার কথা ঘোষণা করে।