পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা এরিয়া কমিটির অন্তর্গত কুসুমপুর শাখা কয়েকটি গ্রামে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। মিছিল পরিক্রমা করে পাঁচটি গ্রাম।সিপিআইএম কুসুমপুর অঞ্চল কমিটির ডাকে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নেতৃত্ব হিসেবে সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য আশীষ প্রামাণিক।
মারিশদা এরিয়া কমিটির সম্পাদক পীনাকি রঞ্জন দাস। মারিশদা এরিয়া কমিটির সদস্য গণ। হিমাংশু পণ্ডা,আশীষ পন্ডা,প্রতাপ চন্দ্র দাস,গোপাল পড়্যা, সুব্রত প্রধান,অনন্ত পন্ডা,কুসুমপুর অঞ্চল কমিটির কনভেনার অশোক পন্ডা। উপস্থিত ছিলেন ও মহিলা, ছাত্র যুব কৃষক খেতমজুর ইউনিয়নের কর্মী গ্রামবাসীএই মিছিলে পা -মেলাণ।
Author: ekhansangbad
Post Views: ১১২