রাজ্য বিধানসভার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটি তিনবার কেন্দ্রীয় সরকারের সেরা পুরস্কার প্রাপ্ত রামনগর ১ পঞ্চায়েত সমিতি পরিদর্শন করলেন। স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান অশোক দেবের নেতৃত্বে ১২ জন বিধায়কের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে এসে পৌঁছান রামনগর ১
পঞ্চায়েত সমিতিতে। তারা এসে বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন। বিকালে একটি পর্যালোচনা সভা করেন। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার,সহ-সভাপতি, বিডিও পূজা দেবনাথ, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে, অশোক দেবের নেতৃত্বে ১২ জন বিধায়কের প্রতিনিধি দল, সচিব,জেলা পরিষদের আধিকারিকগণ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য সদস্যাবৃন্দ, ৯টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য প্রতিনিধিগণ। পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন ৯০শতাংশ উন্নয়নের কাজ সম্পূর্ণ করা হয়েছে।তিনি বলেন ৫৬ টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে।
এলাকায় মোট ১৬২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণ হয়েছে। অনুমোদিত দুটি সুস্বাস্থ্য কেন্দ্র সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াও দীঘা স্টেট জেনারেল হাসপাতালে সৌন্দর্যায়ন এর পাশাপাশি অপারেশন থিয়েটারের আধুনিকীকরণ করা হয়েছে। মর্গ নির্মাণের কাজ চলছে, সহ অন্যান্য কাজকর্ম পরিদর্শন করেন। এছাড়াও পঞ্চায়েত সমিতির ও ৯টি পঞ্চায়েতের অতিথি নিবাস পরিদর্শন করেন। ফিফটিন ফিন্যান্স, আর আই ডি এফ, স্বনির্ভর গোষ্ঠী, সহ অন্যান্য উন্নয়ন বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। পঞ্চায়েত সমিতির কাজে খুশি বলে জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিগণ। উল্লেখ্য রামনগর এক পঞ্চায়েত সমিতি বিগত দিনে তিনবার কেন্দ্রীয় সরকারের পুরস্কার প্রাপ্ত হয়েছে।