Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাস্তির দাবিতে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি দলিল লেখকদের

পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির উদ্যোগে বুধবার সকাল থেকে একগুচ্ছ দাবির ভিত্তিতে  কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। কাঁথি শহরে কাঁথি সাব রেজিস্ট্রি অফিসের সামনে কাঁথি ও নাচিন্দার  প্রায় ৬০ জনেরও বেশি দলিল লেখক অবস্থান-বিক্ষোভে সামিল হল। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির কাঁথি শাখার সভাপতি সোমনাথ কর বলেন আর জি কর কাণ্ডের দ্রুত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে।  কাঁথি শাখার সম্পাদক তপন কুমার সামন্ত বলেন রামনগর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার দলিল লেখকদের সঙ্গে অসহযোগিতা করছে এবং খারাপ ব্যবহার করছে।

শুধু তাই নয় জায়গা জমি রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষের সঙ্গে ও খারাপ ব্যবহার করছে বলে অভিযোগ। তার প্রতিবাদে রামনগর রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বৃন্দ প্রায় সপ্তাহব্যাপী অবস্থান বিক্ষোভ করছেন। তাদের দাবিকে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি আজ কলম বিরতী করে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে। সংগঠনের দাবি অবিলম্বে রামনগরের রেজিষ্টারের বদলি করতে হবে। এছাড়াও একাধিক দাবি তো তুলে ধরেন তিনি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীরেন্দ্রনাথ গির, সহ-সম্পাদক শিবনারায়ণ মন্ডল, কোষাধ্যক্ষ বিমল কুমার দাস, সদস্য অরুণ মাইতি, জয়ন্ত কুমার দত্ত, স্বপন জানা সহ অন্যান্য নেতৃত্ব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read