Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মদ ও মাদকদ্রব্যের প্রসার রোধের দাবীতে জেলা স্মারকলিপি।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাট ব্লক এলাকায় আবগারি দপ্তর অনুমোদিত মদের দোকানের বাইরে হোটেল,কোল্ড্ ড্রিংস এমনকি মুদি দোকানেও মদের বেআইনি বিক্রি রমরমিয়ে চলছে। শুধু তাই নয়,ব্লক এলাকায় চোলাই মদ তৈরির ভাটি বন্ধ হলেও অবাধে চোলাই মদ বিক্রি হচ্ছে। ফলস্বরূপ পাঁশকুড়া ব্লকের মাইশোরা এলাকা সহ বিভিন্ন এলাকায় ইভটিজিং,নারী নির্যাতন,নারী লাঞ্ছনা প্রভৃতি নানা ধরনের অপকর্ম বেড়েই চলেছে। এমনকি মদের পাশাপাশি জুয়া,সাট্টা,হেরোইন সহ নানা ধরনের মাদক দ্রব্যের ব্যাপক প্রসারের ফলে এলাকায় অসামাজিক কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষত: ছাত্র-যুবকদের এক বিরাট অংশ ওই পরিপ্রেক্ষিতে বিপথগামী হচ্ছে।
         অবিলম্বে সরকারের আবগারি দপ্তর অনুমোদিত মদ সহ চোলাই মদের দৌরাত্ম বন্ধ ও সমস্ত ধরনের মাদক দ্রব্যের প্রসার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে জেলাশাসক,পুলিশ সুপার,আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্ট কে স্মারকলিপি দেওয়া হয়।
          কমিটির জেলা আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক অভিযোগ করেন,কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক সহ সারা জেলার বিভিন্ন প্রান্তে মদের ব্যাপক প্রসারের পরিপ্রেক্ষিতে নারী ধর্ষণ,নির্যাতন সহ নানান ধরনের অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। আবগারি দপ্তরের একাংশের যোগসাজসে বেআইনিভাবে হোটেল-রেস্তোরাঁ-কোল্ড ড্রিংক্স এমনকি মুদির দোকানেও অবাধে মদ বিক্রি হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা আধিকারিকদের আজ স্মারকলিপি দেওয়া হয়েছে। সামনেই পূজো মরশুম। অতি সত্বর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে কমিটি বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read