Select Language

[gtranslate]
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংস্কৃতি লোক মঞ্চে তিন দিনব্যাপী “কত্থক নৃত্য কর্মশালা”।

কলকাতা দূরদর্শন দ্বারা স্বীকৃত বর্ধমানের কত্থক নৃত্যশিল্পী শ্রাবস্তী চ্যাটার্জি দ্বারা পরিচালিত শাস্ত্রীয় নৃত্য কেন্দ্র তারানা একাডেমি অফ ড্যান্সের তত্ত্বাবধানে মহান দূরদর্শী পন্ডিত বিরজু মহারাজের উত্তরাধিকার বহন করে আগামী 27 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর অব্দি বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে একটি তিন দিনব্যাপী “কত্থক নৃত্য কর্মশালা” অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের নৃত্যের প্রশিক্ষণ দেবেন আন্তর্জাতিক কত্থক নৃত্যগুরু বিদুষী শাস্বতী সেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের যোগ্যতা অনুযায়ী  তিনটি দলে ভাগ করা হয়েছে। কর্মশালার শেষ দিনে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মিনিটে সংস্কৃতি লোক মঞ্চে বর্ধমানে একক কথক নৃত্য পরিবেশন করবেন বিদুষী শাস্বতী সেন, আন্তর্জাতিক কথক নৃত্যশিল্পী   পারমিতা মৈত্র এবং কথক নৃত্যশিল্পী শ্রাবস্তী চ্যাটার্জি। এছাড়া অনুষ্ঠানে তারানার  প্রশিক্ষণার্থীরাও নৃত্য পরিবেশন করবেন। 

অনুষ্ঠানে  সেতারে থাকছেন চন্দ্রচূর ভট্টাচার্য, তবলায়  বিশ্বজিৎ পাল, শাস্ত্রীয় গানে সঙ্গত করবেন  অরিন্দম ভট্টাচার্য এবং অনুষ্ঠানের ঘোষিকা হলেন  পিয়ালী পাঠক।

ekhansangbad
Author: ekhansangbad

Related News