Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজের জন্মদিনে রক্তদান শিবিরের করল আশীষ ধাওয়ার

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে সমাজসেবী আশীষ ধাওয়ার  তাঁর নিজের জন্মদিনে রক্তদান  শিবিরের আয়োজন করেন। তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছে রক্তদাতা সংগঠনের সঙ্গে যুক্ত সংগঠনগুলি সহ এলাকার মানুষজন।


রবিবার দুপুরে বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির মন্দির প্রাঙ্গনে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রচন্ড গরমে মুমুর্শ রোগীদের জীবন বাঁচাতে এই রক্তদান শিবির বলে জানিয়েছেন আশীষবাবু। এদিন পুরুষ ও মহিলা সহ এলাকার মোট ১২৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক। প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় স্মারক ও বিশেষ উপহার সামগ্রী। এদিন দুপুরে একটি প্রীতিভোজের আয়োজনও করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ জিউ সেবা সমিতির সভাপতি অম্বিকেশ দাস, সম্পাদক আশীষ ধাওয়া, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান মণীষা গুচ্ছাইত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read