দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর উরুবো উকিলপাড়ায় সোনালী সংঘের পরিচালনায় বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবির হয় সংঘ ভবনে। সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। প্রায় ৮০ জন সাধারণ মানুষ তাদের চক্ষু পরীক্ষার জন্য এই শিবিরে আসেন। এই শিবির শুরু হয় সকাল দশটার সময় তা চলে দুপুর দুটো পর্যন্ত। যদি কোন ব্যক্তির চোখে ছানি থাকে তাহলে সেই ছানি বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করবে এই সংস্থা।
এমনকি ওই ব্যক্তিকে গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দেবে ওই সংস্থার পক্ষ থেকে। তবে চক্ষু পরীক্ষার সময় যদি কোন ব্যক্তির চশমা লাগে তাহলে স্বল্প মূল্যে সেই ব্যক্তিকে চশমার ব্যবস্থা করে। এতে করে সাধারণ মানুষ খুব খুশি হয়।
Author: ekhansangbad
Post Views: ৩৮