পুজোয় পর্যটকের ভীড় সামাল দিতে আগাম প্রস্তুতি শুরু করলো হোটেল কর্তৃপক্ষ এবং প্রশাসন। আজ থেকেই হোটেল গুলোর আগাম বুকিং শুরু হয়ে গেছে।
দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাশোসিয়েশনের সহ-সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন এবার পুজোয় পর্যটকের ভিড় থাকবে ভালো। সেই ভিড় সামাল দিতে সব ধরনের প্রস্তুতি চলছে। আগাম হোটেল বুকিং ২৫ সেপ্টেম্বর থেকে চলছে। পর্যটকদের সুবিধার্থে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন অতিরিক্ত বাস চালানোর ব্যবস্থা করেছে।
দিঘা ডিপো ইনচার্জ জানিয়েছেন স্বাভাবিকভাবে বিভিন্ন রুটে কর্পোরেশনের ৪৫ থেকে ৫০টি বাস চলে প্রতিদিন।মহালয়া থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত অতিরিক্ত বাস চালানো হবে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রতিদিন ৫৫ থেকে ৬০ টি বাস চালানো হবে। তিনি আরো বলেন রেল পরিষেবা স্বাভাবিক না থাকার কারণে কর্পোরেশনকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে পর্যটকদের সুবিধার কথা ভেবে।একইভাবে হোটেল বুকিং শুরু হয়েছে শংকরপুর,মন্দারমনি, ও তাজপুর পর্যটন কেন্দ্রে।
অপরদিকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এবং পুলিশ প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখছে। ওই সময় নিরাপত্তা ব্যবস্থা কে আরো কঠোর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দীঘা শংকরপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দিঘা শহরকে সাজিয়ে তোলা হচ্ছে। নিষ্ক্রিয় সিসি ক্যামেরা গুলি সক্রিয় করার কাজ চলছে। যাতে কোন রকম কোন সমস্যায় পর্যটকেরা না পড়েন তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।