পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ঈদ-এ-মিলাদ-উন-নবী দিবস টি যথাযথ মর্যাদাই পালিত হচ্ছে। রামনগর এর বিভিন্ন প্রান্তে মসজিদে তরফ থেকে র্যালি বের করানো হয়। বিশ্ব শান্তির জন্য এক বিশেষ বার্তা।
পয়গম্বর হজরত মহম্মদের জন্মদিনটি আজ ঈদ-এ-মিলাদ-উন-নবী হিসেবে পালিত হচ্ছে।
আজ বিশ্ব নবী দিবস, ঈদ-এ-মিলাদ-উন-নবী। এই দিনটি পয়গম্বর হজরত মহম্মদের জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযথ ধর্মীয় উত্সাহ ও উদ্দীপনার সঙ্গে আজ ঈদ-এ-মিলাদ-উন-নবী পালিত হচ্ছে। পয়গম্বরের জীবন ও তাঁর শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে মিলাদ-মেহফিল এবং সিরাত চর্চার। এই উপলক্ষে অনেক জায়গায় মিলাত শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে।
Author: ekhansangbad
Post Views: ৪৪