মাঝে আর একটি রাত তারপরেই শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টির ফলে ব্যাপক চিন্তায় পড়েছিল মৃৎশিল্পীরা। যে পরিমাণ প্রতিমা তৈরি করেছিলেন মৃৎশিল্পীরা সেভাবে পূজা উদ্যোক্তাদের অর্ডার পাননি। ফলে ব্যাপক পরিমাণ টাকার সামগ্রী কিনে কয়েকশো ঠাকুর তৈরি করে চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা।
অন্যদিকে আবহাওয়া খারাপের ফলে কিভাবে পুজোর আয়োজন করবেন সেই চিন্তায় পড়েছিলেন পুজো উদ্যোক্তারা। তবে সোমবার সকালে আবহাওয়া কিছুটা ঠিক হওয়ায় সকাল থেকে কমেছে বৃষ্টি। আর তারপর থেকে কারখানা, দোকান, গ্যারেজ সহ বিভিন্ন জায়গা থেকে ঠাকুর আনতে আসেন পুজা উদ্যোক্তারা। ফলে যে চিন্তায় পড়েছিলেন প্রতিমা শিল্পীরা আবহাওয়া ঠিক হওয়া এবং পুজো উদ্যোক্তারা প্রতিমা কিনতে আসার ফলে বেশ কিছুটা হাসি দেখা গেলো মৃৎ শিল্পীদের মুখে। আর মাত্র একটি রাত পেরলেই পুজো তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।