ময়না এবং পাঁশকুড়ার যোগাযোগকারী বাসের সাঁকো।এই বাঁশের সাঁকো ছিল ময়না এবং পাশকুড়ার সংযোগকারী সেতু। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন ময়না এবং পাঁশকুড়ার সংযোগকারী এই সাঁকোটি যথেষ্টই মজবুত ছিল।
জলে স্রোতে অন্যান্য সাঁকো ভেঙে এবং কচুরিপানা ভেসে এসে এই সাঁকোতে ধাক্কা মারে যার ফলে ভেঙে যায় ময়না পাঁশকুড়ার যোগাযোগকারী বাসের সাঁকোটি। বাসের সেতুটি ভেঙে যাওয়ার প্রচন্ড দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। কবে প্রশাসনের তরফ থেকে সাঁকোটি পুনর নির্মাণ করে দেওয়া হয় সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ
Author: ekhansangbad
Post Views: ৪১