প্রদীপ কুমার সিংহ :- আর জি কর কাণ্ডের পর পশ্চিমবাংলার প্রতিটি হাসপাতালে নিরাপত্তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দিয়েছিল। কিছুদিন আগে বারুইপুর মহকুমা হাসপাতালে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পুলিশ জেলার আধিকারিক ও বারুইপুর মহকুমা হাসপাতালে সুপার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা একটি বৈঠক করেছিল। সেই বৈঠক হয় হাসপাতালের সুপারের ঘরে।বারুইপুর মহকুমা হাসপাতালে নিরাপত্তা ও সিসি ক্যামেরা কি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য।
সোমবার বারুইপুরের এস ডি পি ও বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়ের নেতৃত্বে বারুইপুর মহাকুমা হাসপাতালে একটি সভাকক্ষে হাসপাতালে সিভিক ও প্রাইভেট এজেন্সি নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয় প্রত্যেক নিরাপত্তা করবি তার নিজস্ব ড্রেস পড়তে হবে। এবং আইডেন্টিটি কার্ড ঝোলাতে হবে। রোগী আত্মীয় পরিজনদের পরিচয় পত্র দেখাতে হবে। হাসপাতাল যতরে বহিরাগতদের কোন গাড়ি পার্কিং করা যাবে না। হাসপাতালে কর্মী ও ডাক্তারদের পার্কিংয়ের জন্য আলাদা জায়গা মেনশন করা থাকবে। সেইসঙ্গে প্রত্যেকটি কর্মী ও ডাক্তারদের গাড়িতে স্টিকার লাগাতে হবে। সেই সেই স্টিকার প্রদান করবেন বারুইপুর হাসপাতালে কর্তৃপক্ষ। প্রাইভেট যেসব অ্যাম্বুলেন্স আছে তারা ভেতরে কয়েকটি গাড়ি রাখতে পারবে। তাও পার্কিং জোন যেখানে থাকবে। ডাক্তারদেও হাসপাতাল কর্মীদের আলাদা জায়গায় গাড়ি রাখার ব্যবস্থা হবে।