বৃক্ষ ছেদন নয় বৃক্ষ প্রতি স্থাপনের মধ্যে দিয়েই পথ দেখালো দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব। জার্নালিস্টস্ ক্লাবের সামনে একটি পুরনো বটগাছ ছিল । ক্লাবের উন্নয়নমূলক কাজের জন্য বট গাছটিকে কেটে ফেলা জরুরী ছিল। কিন্তু দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব “একটি গাছ একটি প্রাণ” কথাটির মর্মার্থ অনুধাবন করে গাছটিকে সম্পূর্ণরূপে কেটে না ফেলে বট গাছটিকে প্রতিস্থাপনের উদ্যোগ নেয়।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বালুরঘাট পৌরসভা এবং বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন দিশারী সংকল্প র সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব তিন দিনের প্রচেষ্টায় বটগাছটিকে রবিবার বালুরঘাট রঘুনাথপুর ফরেস্ট এ প্রতিস্থাপন করতে সক্ষম হয়। জেলায় প্রথম বারের মতো বৃক্ষ ছেদন না করে বৃক্ষকে স্থানান্তরিত করে প্রতিস্থাপন করে নজীর গড়ল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব।
Author: ekhansangbad
Post Views: ৩৯৪