Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এন এ আই সি সি টি সি -এর ৮ম বার্ষিক সাধারণ সভা


ন্যাশনাল অল ইন্ডিয়া কাউন্সিল ফর কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং ন্যাশনাল ইউথ কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর যৌথ উদ্যোগে  নিউ দীঘার ‘হোটেল নিউ ক্লাসিক ইন’-এর অডিটোরিয়ামে ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। সভায় পৌরোহিত্য করেন কাঁথি মডেল ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত সাহিত্য বিভাগীয় শিক্ষক প্রমথেশ মণ্ডল। প্রধান অতিথি ছিলেন মডেল ইনস্টিটিউশনের বাংলা বিভাগীয় শিক্ষক সুশান্ত ঘোষ ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন দুব্দা হাই স্কুলের শিক্ষক দীনেশ চন্দ্র দাস এবং এল.আই.সি-কাঁথি শাখার সি.এম’স ক্লাব মেম্বার এজেন্ট অজিত কুমার খাটুয়া। উপস্থিত ছিলেন সংস্থার চীফ ডিরেক্টর প্রসেনজিৎ মাইতি , অপর দুই ডিরেক্টর চন্দন বেরা, মাধব মণ্ডল এবং ফ্যাকাল্টি ট্রেনার সুদীপ্ত পাত্র, শ্যামা ডিঙ্গাল ও শান্তা ডিঙ্গাল। বৃষ্টি-বাদলার মধ্যেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাব-সেন্টার সহ বহির্বঙ্গের দূর দূরান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় কম্পিউটার প্রশিক্ষণের নতুন দিক নির্দেশ এবং নানান  সমস্যা ও তার সমাধান নিয়ে প্রতিনিধিগণ আলোচনা করেন।

বিগত বছরের প্রতিযোগিতামূলক সাফল্যের নিরিখে সেরা সাব-সেন্টারগুলিকে  উৎকর্ষতা পুরস্কার ‘এক্সলেন্স অ্যাওয়ার্ড’ এবং অন্যান্য সাব-সেন্টারগুলিকে অনুপ্রেরণামূলক পুরস্কার প্রদান করা হয়।পারফরম্যান্স ভিত্তিক ‘টপ টেন’-অ্যাচিভারের মধ্যে NAICCTC-র বিচারে মুগবেড়িয়ার ‘গ্রো- আপ লার্নিং ইন্সটিটিউট’-এর ডিরেক্টর বিজন পড়্যা-প্রথম,দুব্দার ‘অল ইন্ডিয়া সর্ব কম্পিউটার সেন্টারের সুবিমল রাণা- দ্বিতীয়,অসমের ন্যাশনাল অল ইন্ডিয়া কম্পিউটার সেন্টারের রণজিৎ গুপ্তা-তৃতীয় ‘বেস্ট অ্যাচিভার’ সম্মানে ভূষিত হয়েছেন। প্রসঙ্গত বিজন পড়্যা পর পর চার বছর ‘বেস্ট অ্যাচিভার’ সম্মান পেলেন। অপর দিকে NYCET-র বিচারে জলপাইগুড়ির বিবেকানন্দ ন্যাশনাল ইয়ুথ কম্পিউটার এডুকেশনের সম্প্রীতা কর্মকার ও বিশ্বজিৎ কীর্তনীয়া-প্রথম,ভগবানপুরের  আর.এস.টেকনোলজির রঞ্জিত মাইতি-দ্বিতীয়, বাজকুল ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারের শম্ভু চরণ বর্মণ-তৃতীয় ‘বেস্ট অ্যাচিভার’ সম্মানে ভূষিত হয়েছেন। কম্পিউটার প্রশিক্ষণের উজ্জ্বল দিকগুলি বিশ্লেষণ করে সংস্থার আগামী দিনের পরিকল্পনা ও সুযোগ সুবিধাসমূহ  তুলে ধরে সমবেত অতিথিবৃন্দ এবং প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানান চীফ ডিরেক্টর প্রসেনজিৎ মাইতি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read