মঙ্গলবার থাইল্যান্ডের পাটায়াতে গ্রান্ড পালাজো হোটেলে অনুষ্ঠিত হল এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস্ চ্যাম্পিয়নশিপ-২০২৪। এই প্রতিযোগিতায় ৩১-৩৫ বছর বয়সী মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করে কাঁথি শিশুমহলের যোগ-প্রশিক্ষিকা পাপিয়া বর্মণ স্বর্ণপদক লাভ করলেন। প্রতিযোগিতায় ভারত ছাড়াও শ্রীলংকা,ইউ.এস.এ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া,মালয়েশিয়া,ভিয়েতনাম,ইজিপ্ট প্রভৃতি দেশের প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। গত ২৯-৩০ জুন উত্তরাখণ্ডের হরিদ্বারে ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজের বিভাগে শ্রীমতী বর্মণ প্রথম স্থান লাভ করে থাইল্যান্ড যাওয়ার ছাড়পত্র পান। শিশুমহলের সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি,পরিপোষক সংস্থা কাঁথি ক্লাবের সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি সহ শিশুমহলের সদস্য-সদস্যা, প্রশিক্ষক-প্রশিক্ষিকা,অভিভাবক-অভিভাবিকা, শিশু সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ শ্রীমতী বর্মণের এই উজ্জ্বল কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।