প্রকাশ্যে মদ্যপান করে দুই সিভিক ভলেন্টিয়ার কে মারধরের অভিযোগে গ্রেফতার হল চার যুবক। অভিযোগ যন্ত্র দেবতা বিশ্বকর্মার আরাধনার দিন মন্দারমনি পর্যটন কেন্দ্রে মদ্যপান করে উত্তেজনা ছড়ায় চার যুবক। কর্মরত সিভিক ভলেন্টিয়ার তাদের থামাতে গেলে তাদের ধরে বেধড়ক মারধর করে। মার খেয়ে গুরুতর আহত হয় দুই সিভিক ভলেন্টিয়ার। একজনকে চিকিৎসার পর ছেড়ে দিলেও অপর একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
সেই অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে চার যুবককে গ্রেফতার করে। ধৃত দীঘা থানার ভোগী ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অনুপম জানা,দীঘা গ্রামের বাসিন্দা সুমন জানা,গদাধরপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় কামিলা এবং মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার বাসিন্দা আলমগীর হোসেনকে বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।বিচারক অভিযুক্তদের জামির না মঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন।
Author: ekhansangbad
Post Views: ৩৫