পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকে দলীয় স্তরে ক্ষতির মুখে পাড়লো শাসক দল । তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আঁউরাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান ও বর্তমানে সদস্য ইন্দুভূষণ গিরি(৫৮) ব্যাঙ্গালোরে এক বেসরকারি নার্সিং হোমে রুটিন চেক কাপে গিয়ে হৃদরোগে আক্রান্ত রবিবার দুপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এই ঘটনা জানার সাথে সাথেই দেশপ্রাণ ব্লক জুড়ে তৃনমূলে শোকের ছায়া নেমে আসে ।
প্রয়াত এই নেতার সহধর্মিণী অলকা গিরিও পঞ্চায়েত সদস্য ও মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুই পুত্র সন্তান রেখে গেলেন। তাঁর কনিষ্ঠ পুত্র পার্থ প্রতিম গিরি আঁউরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে আসীন আছেন। তিনি জানিয়েছেন তাঁর মৃতদেহকে আগামীকাল সকালের মধ্যে ছনবেড়িয়া গ্রামে নিজ বাসভবনে নিয়ে আসা হবে।তারপরে শেষকৃত্য সম্পন্ন করা হবে।
দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা শাসক দলের জেলা সাধারন সম্পাদক তরুন জানা এই ঘটনার পরে গভীর শোক প্রকাশ করেন ।সেই সাথে ইন্দু বাবুর অকাল প্রয়ানে দলের ব্যাপক ক্ষতি হয়ে গেল বলে জানিয়েছেন তরুন বাবু।।