Select Language

[gtranslate]
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির

প্রদীপ কুমার সিংহ :- এক ছাত্রীর জন্মদিনে উপলক্ষে
মহিলা দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবি সংস্থার নারী শক্তি সমিতির উদ্যোগ একটি  রক্তদান শিবির হয়। এই রক্তদান শিবিরটি হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারইপুর থানা অন্তর্গত বারইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের   আটঘরায় নারী শক্তি অফিসে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর এস ডি পি ও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায়, কয়েকজন সাংবাদিক, বাড়ি খুব মহাকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী  ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতি বছরে ওই ছাত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হয়। এবছরের তৃতীয় বছরের পদার্পণ করল রক্তদান শিবির। 

একটি বেসরকারি  ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হয় । প্রত্যেক অতিথিকে একটি করে গাছ, উত্তরীয়, চন্দনের ফোটা দিয়ে সম্মানিত করে।
বারুইপুর থানা আধিকারিক সৌমজিৎ রায় বলেন দক্ষিণ চব্বিশ পরগনা যে কয়টি ব্লাড ব্যাংক রয়েছে তাতে কিছুটা রক্তের ঘাড়তি রয়েছে। তাই মানুষকে বেশি বেশি করে রক্তদান শিবিরে এসে রক্ত দেওয়ার জন্য বলেন। রক্তদান শিবিরটি  শুরু হয় সকাল ১০টা নাগাদ তা চলে দুপুর ২ নাগাদ পর্যন্ত। মহিলা ও পুরুষ মিলে মোট এই রক্তদান শিবিরে ৪৮ জন রক্তদাতা রক্ত দান করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read