পূর্ব মেদিনীপুর জেলার রামনগর কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতা। কলেজ ছাত্রী গণধর্ষণের অভিযোগ করেছেন মহিলা থানায়। অভিযোগের থেকে ১৫ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি। অভিযোগ পুলিশ আসামিকে গ্রেফতার না করে আড়াল করার চেষ্টা করছে। এর প্রতিবাদে রামনগর থানার সামনে ডিওয়াইএফআই এসএফআই ও গণতান্ত্রিক মহিলা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘ সময় ধরে রামনগর বাসস্ট্যান্ডে দিঘা নন্দকুমার জাতীয় সড়কের ওপরে পথ অবরোধ চলে। আটকে যায় বহু পর্যটকের গাড়ি।
অবশেষে রামনগর থানার পুলিশ প্রশাসনের অনুরোধে এবং আসামিদেরকে দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ তুলে নাও হয়। তারপর রামনগর বাসস্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের পক্ষে সুকুমার মইশাল, মহিলা নেত্রী রিতা দত্ত , যুব নেতা পরিতোষ পট্টনায়ক প্রমুখ।