Select Language

[gtranslate]
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রানি শিরোমণির প্রয়াণ দিবস পালন শালবনী ব্লকের

কুতুরিয়া জুনিয়র হাই স্কুলে পালিত হোল রানি শিরোমনির প্রয়াণ দিবস। ১৮১২ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর ( বাংলায় ২রা আশ্বিন ) রানি শিরোমণর  মৃত্যু হয়। বাংলা তারিখ অনুসারে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে পালিত হলো রানির প্রয়াণ দিবস।পরাধীন ভারতবর্ষে প্রথম বন্দিনী হলেন রানি শিরোমনি। কুতুরিয়া বিদ্যালয়ে স্থাপিত রানির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে রানির প্রতি শ্রদ্ধা জানানো হয়।  অষ্টাদশ শতাব্দীর শেষভাগে সীমান্তবর্তী বাংলায় ইংরেজ বিরোধী গন কৃষক আন্দোলনে ( ইংরেজদের দেওয়া নামে ‘চূয়াড় বিদ্রোহ ‘) নেতৃত্ব দেন এই বীরাঙ্গনা রানি শিরোমণি।

মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিদ্রোহ চরম আকার ধারণ করলে ১৭৯৯ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল রানি শিরোমনিকে জরুরি ভিত্তিতে বন্দী করে ইংরেজ শাসকরা। তাঁর প্রয়াণের  দিনটিকে স্মরণ করে কুতুরিয়া জুনিয়র হাই স্কুল ও কুতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর পক্ষ থেকে রানি শিরোমনির প্রতি এই শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।। ইংরেজ বিরোধীতার ক্ষেত্রে রানির কীর্তি-কাহিনীর কথা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনের তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের চারাগাছ প্রদান করা হয়। এছাড়া কিছু দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দিনটি পালন করে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাংশু দে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read