Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হতে চলেছে টাটা স্টিল ২৫ কে কলকাতা ম্যারাথন

ইন্দ্রজিৎ আইচ :- ঢাকে কাঠি পড়ে গেলো টাটা স্ট্রিল কলকাতা ২৫ কে কলকাতা ম্যারাথনের।আগামী ১৫ ডিসেম্বর রেড রোডে হবে এই ম্যারাথন। এদিন ডালহৌসির ললিত  গ্রেটিস্টার্ন হোটেলে এই ঘোষণা হয়ে গেল|২৫কে-র নতুন লোগো উন্মোচন ও বিশেষ ঘোষণার দিনে উপস্থিত ছিলেন টাটা স্টিলের শীর্ষকর্তাদের সঙ্গেই টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়|

গতবছর থেকেই এই দৌড়ের প্রচারমুখ হিসেবে রয়েছেন কৌশানী| তিনি বললেন, ‘আমি প্রচণ্ড ফিটনেস ফ্রিক| জিমে নিয়মিত যেতে না পারলেও, দৌড়টা বাদ যায় না| আমি নিয়মিত দৌড়াই| সকালে খালি পেটে দৌড়াই আমি| বলতে পারেন এটা আমার ট্রান্সফর্মেশনের রাস্তা|২৫কে, ওপেন ১০কে, আনন্দ দৌড় (প্রায় ৪.৫ কিমি),  প্রবীণ নাগরিকদের দৌড় ও বিশেষ ভাবে সক্ষমদের দৌড় নিয়ে মোট পাঁচটি ক্যাটেগরিতে দৌড়ের ইভেন্টগুলি রাখা হয়েছে| ১৯ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ২২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবেব্রোঞ্জ থেকে সিলভার হয়ে এখন গোল্ড লেভেল দৌড়| আর এই মান্যতা দেয় বিশ্ব অ্যাথলেটিক্স| আগামী ১৫ ডিসেম্বর রবিবার ভোরে টাটা স্টিল আয়োজন করবে বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস|

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read