পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের বাসিন্দা কবি ও সাংবাদিক কিশোর নাগের মা শেফালী নাগ বৃহস্পতিবার প্রয়াত হলেন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। শ্বাসকষ্ট জনিত অসুখে ভুগছিলেন । দীর্ঘ প্রায় এক মাস জীবন যুদ্ধে লড়াই করে বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে পটাশপুর দুই ব্লকের পরিহারপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
তাঁর তিন ছেলে ও চার পুত্রবধূ সহ নাতিনাতনিরা বহু শুভানুধ্যায় আত্মীয়-স্বজন বর্তমান। স্বামী ও এক ছেলে আগেই প্রয়াত। পটাশপুর ২ ব্লকের পরিহারপুর গ্রামে বাড়ি।শেফালী দেবীর প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়তে স্থানীয় বিশিষ্ট মানুষ জন এসে শ্রদ্ধা জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ৫৫