লায়ন্স ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে কাঁথি ৩ ব্লকের দুরমুঠের দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে মুখ্য বক্তা ছিলেন ডা: অনুতোষ পট্টনায়ক এবং লায়ন ডা: নন্দিতা পট্টনায়ক ।
ডেঙ্গু রোগ কি, ডেঙ্গু রোগের উপসর্গ ,পরীক্ষা, চিকিৎসা এবং বিপদ সম্পর্কে বিশদ ভাবে অডিও ভিসুয়াল পদ্ধতির মাধ্যমে ব্যাখ্যা করেন ডা: নন্দিতা পট্টনায়ক।
দ্বিতীয় পর্যায়ে এই ডেঙ্গু রোগ থেকে কি করে বাঁচা যায়, ডেঙ্গুর মশাকে কিভাবে আমরা ধ্বংস করব ,আমাদের কি কি সচেতনতা নেওয়া দরকার এ বিষয়ে বিশদভাবে অডিও ভিস্যুয়াল এর সাহায্যে ব্যাখ্যা করেন ডা: অনুতোষ পট্টনায়ক।
তিনি কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে আবেদন জানান ডেঙ্গু প্রতিরোধে চারিদিকে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোথাও যাতে জল না জমে থাকে সে ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখার জন্য।
সবাইকে এ ব্যাপারে সচেতন করার দায়িত্ব নেওয়ার জন্য ও ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান।
এই সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি শান্তনু গিরি । এছাড়াও বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক অশোক কুমার সাহু,সহ সভাপতি তরুণ মহাপাত্র,পীযূষ চক্রবর্তী প্রমূখ।
ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের প্রিন্সিপাল ডঃ সুবিকাশ জানা । ভবিষ্যতে এরকম স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার করার জন্য লায়ন্স ক্লাব অফ কন্টাই কর্তৃপক্ষকে অনুরোধ জানান প্রিন্সিপাল।