Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোর কিশোরীদের মনের কথা  জানতে স্কুল গুলিতে বসানো হচ্ছে ‘স্বয়ংসিদ্ধা’ বাক্স।

এবার ছাত্র-ছাত্রীদের মনের কথা জানতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পড়ুয়ারা তাদের অভিযোগগুলি এই মনের কথা বাক্সে জমা করতে পারবে।

নারী সুরক্ষায় এবার যুগান্তকারী পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সামাজিক বা পারিবারিক শোষণ থেকে শুরু করে ইভটিজার অথবা রোমিওদের দাপটে নাজেহাল কিশোর কিশোরীদের মনের কথা  সরাসরি পুলিশের হাতে পৌঁছে দেওয়ার উদ্দ্যেশ্যে স্কুল গুলিতে বসানো হচ্ছে ‘স্বয়ংসিদ্ধা’ বাক্স।



মুলত কিশোরীরা রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় নানা ভাবে  সমস্যার সম্মুখীন হয় ।সেই সমদ্যার থেক্র তাদের মুক্তি দেওয়ার জন্যই মূলত এই পদক্ষেপ। বিভিন্ন জায়গায় মানব পাচার শিশু যৌন নির্যাতন বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা নিয়ে বারে বারে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। উপকূলবর্তী এলাকার রামনগরের কানপুর গুরু প্রসাদ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত হল স্বয়ংসিদ্ধার বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান।



এই অনুষ্ঠানে মূলত ছাত্রীদের সচেতনতামূলক বিশেষ বার্তা দেওয়া হয়। বাল্যবিবাহ রোধে একদিকে যেমন বিশেষ বার্তা দেওয়া হয় অন্যদিকে ছাত্রীরা তারা তাদের অভিযোগগুলি মনের কথা বাক্সে যাতে বিদ্যালয় জমা দিতে পারে তারও বার্তা দেয় রামনগর থানা পুলিশ প্রশাসন।
  বয়ঃসন্ধির ছেলেমেয়েদের নানান ভাবে উৎপীড়ন করার সামাজিক ব্যাধি অনেকাংশে ঠেকানো যাবে বলেই মনে করছেন জেলা পুলিশের কর্তারা।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, রামনগর -২ পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি , এলাকার গ্রাম  প্রধান  গীতশ্রী মাইতি এবং রামনগরের পুলিশ আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

প্রসঙ্গত শুধু অভিযোগ বাক্স বসিয়েই থেমে থাকেনি জেলা পুলিশ। যে কোনও সময় বিপদে পড়া মহিলাদের সাহায্যের জন্য একটি বিশেষ ফোন নম্বরও চালু করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। মহিলা সুরক্ষার এই নম্বরটি হল ‘৯৮০০৭৭৫৯৯৯‘। সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা এই ফোন নম্বরে কল করে অথবা হোয়াটঅ্যাপ করেও অনায়াসেই পুলিশের সহায়তা পেতে পারেন আপনারা। বিশেষতঃ মহিলাদের সুরক্ষার জন্য এই ফোন নম্বর বিশেষ ভাবে  উপযোগী। পর্যটকরাও এই নম্বরে ফোন করে পুলিশের সহায়তা পেতে পারেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read