Select Language

[gtranslate]
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এগরায় নূর হোসেন সাহাকে ঘর ছাড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

কষ্ট করে জায়গা কিনে নিজের ঘর করা সত্ত্বেও স্ত্রী – সন্তানদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নূর হোসেন সাহা ।কয়েকজন দুষ্কৃতী গায়ের জোরে জমি বাড়ি দখল করায় এখন রাস্তায় উঠতে হয়েছে নুর হোসেন সাহাকে ।অভিযোগ স্থানীয় প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দফতরে নিজের সমস্যার কথা জানানোর পরেও তাঁরা সুবিচার পাননি বলে অভিযোগ। স্ত্রী-সন্তানদের নিয়ে আর কত দিন রাস্তায় থাকবেন ,কি খাওয়াবেন, তা চিন্তা করে কুল কিনারা পাচ্ছেন না এই ব্যাক্তি ।আর কয়েক দিনের মধ্যে বিচার না পেলে তারা পুরো পরিবার একসাথে আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও জানিয়েছেন নুর হোসেন সাহা।

পূর্ব মেদিনীপুরের এগরা থানার  বাসুদেবপুর এলাকার বাসিন্দা  নূর হোসেন সাহা এবং ফিরোজা বিবি জানাচ্ছেন অনেক কষ্ট করে জায়গা কিনেছি শেখ নিজামের কাছ থেকে। সেই আমাদের জায়গা এখন বেদখল হয়ে রয়েছে। প্রথমে গ্রাম পঞ্চায়েত,ব্লক অফিস, থানা সকলকেই জানিয়েছি। কিন্তু কিছু না হওয়ার পরে আমরা এসডিও কোর্টে কেস করেছি। সেখান থেকে অর্ডার বেরোনোর পর  বি এল আর ও  অফিস থেকে মাপ হয়ে খুঁটিপোতা হয়েছে। তারপরেও বেদখল হয়ে রয়েছে আমাদের জমি। পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশ কোন সহযোগিতা করছে না বলে অভিযোগ নুর সাহার।

বলেন  থানায় গেলে সিভিক ভলেন্টিয়ারকে আমাদের সাথে পাঠাচ্ছে থানা। যেখানে তাদের কোন গুরুত্বই থাকছে না।ফিরোজা বিবি বলেন দখলকারীরা হুমকী দেয় সিভিক ভলেন্টিয়ারেরা চলে যাওয়ার পরেই আমাদেরকে প্রাণে মেরে ফেলবে। সেই ভয়েই আমরা  সন্তানকে নিয়ে  রাস্তায় রয়েছি। রাত কাটাচ্ছি এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বসে। সকলকে জানিয়েছে কিন্তু কোন লাভ হয়নি। সুইসাইড করা ছাড়া আর কোন উপায় নেই এমনটাই জানাচ্ছেন নূর হোসেন সাহা।



অসহায় নুর সাহার স্ত্রী ফিরোজা বিবির  বলেন শেখ নিজামের কাছ থেকে আমরা জায়গা নিয়েছিলাম। সেই জায়গা আমাদেরকে বিক্রি করার পরেও আবার অন্যজনকে বিক্রি করছে। এই শেখ নিজাম আমাদের গ্রামেরই  লোক।আমরা আর ৮ ডিসমিল জায়গা কিনেছি কিন্তু আমাদের দু ডিসমিল দিয়ে বাকি ৬ ডিসমিল অন্য লোককে দখল করতে বলছে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে ঘর ছাড়া করেছে। বলছে দেশছাড়া করবে। প্রাণে মেরে দেবে আমাদের বাচ্চাদের। শেখ নিজাম টিএমসির নেতা। তার আত্মীয়দের কাজে লাগিয়ে আমাদের ঘরে তালা লাগিয়ে দিয়ে রেখেছে। আমরা ঘরে ঢুকতে পারছি না। খেতে পারছি না। বাচ্চাদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। সকলকে জানানো হলেও কারো কাছ থেকে কোন সুবিচার পাচ্ছিনা। এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তাঁরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read