মায়ের মৃত্যুর আসল রহস্য উদ্ধারের লক্ষ্যে নাবালক শিশু পুত্রকে আদালতে নিয়ে আসা হলো। অভিযোগ প্রায় আড়াই মাস আগে খেজুরি বিধানসভার তালপার্টিঘাট কোস্টাল থানার বাড়কশাড়িয়া গ্রামে এক গৃহবধ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়। তারপর ওই গৃহবধুর বাপের বাড়ির লোকেরা তালপার্টিঘাট কোস্টাল থানায় গত ২৭ জুন গৃহবধূকে পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। পুলিশ তল্লাশি চালালে গৃহবধুর স্বামী জয়দেব প্রধান আত্মগোপন করে থাকে।
সোমবার পুলিশ অভিযান চালিয়ে জয়দেব প্রধানকে গ্রেফতার করে। ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জেলা হাজতের নির্দেশ দেন। মৃত্যুর আসল রহস্য উদ্ধারের জন্য শুক্রবার মৃত গৃহবধূর ১৩ বছরের শিশু পুত্রকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক আজ শিশুর বয়ান গ্রহণ করেন।
Author: ekhansangbad
Post Views: ৯২