মুখ্যমন্ত্রী নিজে ঘুরে দেখে গেছেন এলাকা।ত্রান সামগ্রী বিলি ও উদ্ধার কার্য দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি।এর পর ২৪ ঘন্টা কেটে গেলেও সেই নির্দেশ যথাযথ ভাবে পুরন হয়নি বলে অভিযোগ দুর্গতদের ।এর প্রতিবাদে শুক্রবার বন্যাদুর্গতরা পথ অবরোধ করে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদারিতে।
গতকাল বৃহস্পতিবার এই এলাকায় এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর আশ্বাসে বন্যা দুর্গতরা আশার আলো দেখলেও নির্দেশ মত কাজ না হওয়ায় তাঁরা হতাশ। এর প্রতিবাদে এলাকার মানুষজন রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ।
শুকনো খাওয়ার এবং পানীয় জল না পাওয়ার পাশাপাশি তাদের উদ্ধার করার জন্য কোন বোট বা নৌকা নামানো হয়নি বলেও অভিযোগে করছে পথ অবরোধকারীরা।
জলবন্দি মানুষজন সরকারি কোনো সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ । যার ফলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়