কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে মহা উৎসাহে বৃক্ষরোপণ কার্যক্রম উদযাপন করা হলো ।যার শিরোনাম ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি। এক পেড় মাকে নাম এই আদর্শ বাক্যকে নিয়ে মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মহাশয় ড: দেবীপদ রথ ,সমস্ত শিক্ষক শিক্ষা কর্মী এবং ছাত্র-ছাত্রীরা একটি করে বৃক্ষরোপণ করে। এবং এই বৃক্ষ গুলির সংরক্ষণের পণ নেওয়া হয় এই কর্মসূচিতে ।
কলেজের অধ্যক্ষ মহাশয় ১৭০ টির বেশি বিভিন্ন ধরনের বৃক্ষ রোপনের জন্য সকলকে উৎসাহিত করেন। স্বচ্ছতাই সেবা ২০২৪ নামাঙ্কিত মহাবিদ্যালয়ের পরিবেশ স্বচ্ছতার কার্যক্রম এর উদ্বোধন করা হয়, আগামী ১৫ দিনের এই প্রোগ্রাম চলবে । মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষা কর্মী ও শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।
Author: ekhansangbad
Post Views: ৬৫