Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহকুমা হাসপাতালে  ইন্টার্ন ডাক্তাররা কাজে যোগ দিলেন

প্রদীপ কুমার সিংহ :- আর জি কর হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তার খুন, ধর্ষণের প্রতিবাদে গত ৪২ দিন টানা কর্মবিরতির পালন করে জুনিয়র ডাক্তাররা বা ইন্টার্ন ডাক্তাররা ।শেষে শনিবার জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলেন। এইদিন বারুইপুর মহকুমা হাসপাতালে প্রায় ১০ থেকে ১২ জন ইনটান ডাক্তার কাজে যোগ দিলেন। জুনিয়র ডাক্তারদের শর্ত অনুযায়ী  তারা এখন এমার্জেন্সিতে কাজ করবেন। আউটডোর বা অন্য কোন জায়গায় ডিউটি করবে না।
বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী বলেন জুনিয়র বা ইন্টার্ন ডাক্তাররা  কর্ম বিরোধির ফলে হাসপাতালে সিনিয়ার ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে রুগীর পরিষেবা দিচ্ছিলেন। কিছুটা হলেও রোগী পরিষেবা দিতে   দেরি হতো। এখন ইন্টারনেট বা জুনিয়র ডাক্তাররা আসার ফলে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে দ্রুততার সঙ্গে রোগী পরিষেবা দেওয়া যাবে। বারুইপুর মহাকুমা হাসপাতালে এই দিন  নীলরতন সরকার হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন ডাক্তাররা আসেন রোগী পরিষেবা দিতে। যদিও দুনিয়া ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে প্রায় ১২ দিন। শেষে স্বাস্থ্য ভবন থেকে শুক্রবার একটি মিছিল করে বিধান নগর সিজিও কমপ্লেক্স পর্যন্ত। সেই মিছিলের দাবি ছিল আরজিকর কাণ্ডের মহিলা জুনিয়র ডাক্তারের খুন ও ধর্ষণের বিচার তাড়াতাড়ি করতে হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read