পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেঁড়িয়াচক এলাকায় জলবন্দী এলাকা ঘুরে দেখলেন কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য।
বন্যার জল ঢুকে প্লাবিত করেছে কোলাঘাটের দেঁড়িয়াচক এলাকা, প্রায় হাঁটু সমান জল সর্বত্রই।
গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোলাঘাটে এলেন কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য।কোলাঘাটের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের পাশে এসে দাঁড়ালেন কুনাল ঘোষ। এলাকাবাসীর সাথে তাদের অসুবিধার কথা শোনেন তাদের সাথে কথা বলেন। দেঁড়িয়াচক হাই স্কুলে ত্রাণ শিবির থেকে ত্রাণ বন্টন করেন কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য ।
Author: ekhansangbad
Post Views: ৬৭