প্রদীপ কুমার সিংহ :- ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয় শুক্রবার সন্ধ্যায়। আহত ব্যক্তির নাম জিয়ারুল মোল্লা (৪০) বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায় মিনাখা এলাকার বাড়ি। তার ডান পায়ের হাড় ভেঙে যায়।আহত ব্যক্তির সাংবাদিককে বলেন
দক্ষিণ বারাসাতে একটা মুরগির দোকানে কাজ করতো। দক্ষিণ বারাসাতের রেল লাইনের পাশ থেকে আসছিল তখন ট্রেনে ধাক্কা লাগে।রেল লাইনের সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বাসিন্দারা প্রথমে পদ্মের হার্টের গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা সাতটা নাগাদ। সেখানে অবস্থার অবনতি হওয়ায়। ওই হাসপাতাল থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে।
বারুইপুর মহকুমা হাসপাতালে রাত দেড়টার সময় আসে । হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকাল 11 টা নাগাদ আগে বারুইপুরের স্টেশনে জিআরপি কর্মীরা বারইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে চিকিৎসকের কাছে নিয়ে যায়। তার ডান পায়ে হাড় ভেঙে গেছে। সেইজন্যে অর্থোপেডিক চিকিৎসার কাজে নিয়ে যায়।