আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা হলো রামনগর ১ ব্লকের তালগাছারী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার বিকালে তালগাছারী ২ অঞ্চল তৃণমূলের ডাকে বর্ধিত কর্মীসভা হল। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিশ্বজিৎ জানা,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আতঙ্ক ভঞ্জন জানা, হরে কৃষ্ণ মাইতি, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ স্বপন দলাই সহ অন্যান্য নেতৃত্ব।
সিদ্ধান্ত হয় আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সমস্ত কর্মীদের আজ থেকে মাঠে নামতে হবে। জনসংযোগ বৃদ্ধি করে এলাকার অভাব অভিযোগ মিটিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে কর্মীদের। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
Author: ekhansangbad
Post Views: ৪৫