Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিল্পী সৌমিতা সাহার পূজোর গানে থাকছে আলোয় ফেরার আশ্বাস

দুর্গোৎসব যখন আসন্ন আকাশে বাতাসে একটা পূজো পূজো গন্ধ ঘুরে বেড়ায়। বাঙালি মেতে ওঠে উৎসবের আমেজে, নতুন, জামা, নতুন, শাড়ী, অনেক আলোর মেলা। সব মিলিয়ে অধীর আগ্রহে অপেক্ষা, ‘ মৃন্ময়ী ‘ মা বুঝি, এই ‘ চিন্ময়ী ‘ রূপ নিলেন। তবে অন্যান্য বছরের চেয়ে এই বছরের পূজো অনেকটা আলাদা। এক আঁধার রাতের আঁচল সরে আসার দীর্ঘ অপেক্ষা, অপেক্ষা সুবিচারের। সম্প্রতি সম্পন্ন হয়েছে বিশ্বকর্মা পূজো, আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে মা মহামায়ার আগমনীর সুর, তবু যেন উৎসবের আমেজ এই বছর ছুঁতে পারেনি বাঙালিকে। বিচারের আশায় রাস্তায় নেমেছে মানুষ। যেখানে পূজো মেনেই হয় নতুন, গান, নতুন পূজোর বিজ্ঞাপন । সেখানে গানের সুরেও মিশে গিয়েছে সমকালীন সময়ের ছায়া। সব মিলিয়ে যেন পূজোর আনন্দ নেই বাঙালির মনে। বিনোদন থেকে আইটি সমস্ত পেশার মানুষ রাস্তায় নেমেছে বিচারের আশায়। এমন অন্ধকার সময়ে আলোয় ফেরার গান নিয়ে প্রকাশ পেতে চলেছে স্বনাম ধন্যা সংগীত শিল্পি সৌমিতা সাহার কন্ঠে ‘ রূপং দেহি ‘ । বাংলার মেলতুনেস রেকর্ডস ও মহারাষ্ট্রের ওয়েস্টার্ন মিউজিক রেকর্ডসের যৌথ উদ্যোগে প্রকাশ পেতে চলছে ‘ রূপং দেহি ‘। সৌমিতার কথা ও সুরে এই গানে যেমন রয়েছে আরোগ্যের দেবীর কথা, তেমনই সাথে রয়েছে দেবির রুদ্র রূপের আভাস। গানের কথায় বার বার ফিরে এসেছে অন্ধকার থেকে আলোয় ফেরার কথা। বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব, এই সময় বিভিন্ন শিল্পীর কন্ঠে প্রকাশ পায় নতুন গান। এই বছর যেন গানের সুরেও বিরাজমান সমকালীন সময়ের কথা।

ইডিএম থেকে রবীন্দ্র সঙ্গীত সমস্ত ধরণের গানে পারদর্শী সৌমিতার ইন্দ ফরাসি মেলবন্ধনে বৈচিত্র্যময় রবি গানের ভিডিও ভরতের প্রতিনিধিত্ব করেছে বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। শিল্পীর নিজের লেখা নিজের সুরে তৈরী গান ও বেশ জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি। ‘ রূপং দেহি ‘ সম্পর্কে শিল্পী জানান ” আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে প্রতিনিয়ত মনে হচ্ছে যেন এই গোটা সময় টা একটা আঁধার রাতের চাদর, এটি মুছে গিয়ে থেকে আলোর ঠিকানা স্থায়ী হতে পারে মায়ের আগমনে। আমাদের দুর্গারা যেমন প্রাণের ভয় না পেয়ে করোনার মোকাবিলা করেছিলেন, তাদের দেখেই মনে হয় আরোগ্যের দেবীর রূপ যেন আমরা মরতে খুঁজে পাই আমাদের নারী মেডিকেল কর্মীদের মধ্যে। সমান ভাবেই যারা সমরে বিজয়িনী, লড়াই করেছেন দেশের জন্য, বা যারা বিচার চেয়ে রাস্তায় নেমেছে, দেবীর দুর্গতিনাশিনী রূপ আমার চোঁখে আমি যেন তাদের মধ্যেই খুঁজে পাই। ”


সৌমিতার নতুন গান ‘ রূপং দেহি ‘ সব মিলিয়ে সমকালীন পরিস্থিতির চিত্র তুলে ধরে। অন্ধকারে উৎস হতে, এই আলোয় ফেরার গানটির শব্দ গ্রহণ করেছেন রানা মন্ডল, দক্ষিণ কলকাতার নিউ আর যে স্টুডিওতে, মিশ্রণ মসৃণ করার দায়িত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউন্ড ইঞ্জিনিয়ার নেরো জেমস্। সৌমিতার সাথে এর আগেও বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন নেরো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read