Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরে আবর্জনার ডাস্টবিন থেকে উদ্ধার  সদ্যোজাত এক শিশুর মৃত দেহ

শহরের প্রাণকেন্দ্র আজাদ হিন্দনগরের ডাস্টবিন থেকে উদ্ধার সদ্যজাত কন্যা শিশু। শিল্পশহর হলদিয়া দুর্গাচক পাতিখালী নর্দমা ট্রেন থেকে উদ্ধার হয়েছিল তিন  নব জাতক। সেই ঘটনায় একজন গ্রেফতার হয়।আবার শিল্প শহর হলদিয়া আজাদ হিন্দ নগরে হলদিয়া পৌরসভার২৮ নম্বর ওয়ার্ড ডাস্টবিনের থেকে উদ্ধার  সদ্যোজাত মৃত শিশু কন্যা।

ডাস্টবিনে সদ্যোজাত শিশু পড়ে থাকতে দেখে আশপাশের লোকেরা খবর দেয় হলদিয়া থানায়। হলদিয়া থানার পুলিশ এসে ওই কন্যা শিশুকে উদ্ধার করে নিয়ে  ময়নাতদন্তে  পাঠায় দুর্গাচক হাসপাতালে। এখন পর্যন্ত কে বা কারা ওই কন্যা শিশুটিকে ফেলে গেছে তার খবর নেই।
সরকার যতই আইন করুক ভ্রুণ হত্যা থেকে শুরু করে কন্যাদের জন্য বিশেষ প্রকল্প। বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা রত্ন প্রকল্প। পুরুষ মহিলা সমান  সমান,এখনো শিক্ষিত সম্প্রদায়ের মানুষ মুখে বললেও বাস্তবে তা কার্যকরী  কোথায় ? হলদিয়া আজাদ নগর শহরের বেশিরভাগ মানুষ ফ্যাট বা আবাসিক থাকে সেই এলাকার ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া সদ্য শিশু কন্যা।  তা মানুষকে ভাবিয়ে তুলছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read