পূর্ব মেদিনীপুর জেলার বলাগেড়িয়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাংক লিঃ এর ৯১ তম বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হলো সাতমাইল শাখা কার্যালয়ের সভাকক্ষে।
সমবায়ের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার সূচনা হয়।প্রথমেই ব্যাঙ্কের প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান সমরেশ দাস এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বলাগেরিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি।
উপস্থিত ছিলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্ক লিঃ এর সহ-সভাপতি পার্থসারথি দাস, বলাগেড়িয়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্ক লিঃ এর ডাইরেক্টর ও বিধায়ক তরুণ কুমার মাইতি, ডাইরেক্টর ও কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ডাইরেক্টর সত্যজিৎ ধাড়া,রত্নদ্বীপ মান্না, প্রদীপ জানা, সহ অন্যান্য ডাইরেক্টর গন।এছাড়াও ব্যাংকের জেনারেল ম্যানেজার বিকাশ রথ, সি ই ও বিনয় বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সভায় অন্যান্য সমবায় সমিতির থেকে প্রায় ১৮৬ জন ডেলিগেট অংশগ্রহণ করেন। সিদ্ধান্ত হয় ব্যাংকের সাতমাইল কার্যালয়ের সভাকক্ষকে সমরেশ ভবন নামে নামাঙ্কিত করা হবে। এছাড়াও সমস্ত সমবায় সমিতিকে জমা অর্থের উপরে ৪ শতাংশ ইন্সেন্টিভ দেওয়া হবে। সমস্ত শেয়ার হোল্ডারের সার্টিফিকেট দেওয়া হবে। কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারে একটি সান্ধ্য শাখা খোলার প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়াও সমস্ত সমিতিকে অনাদায়ী ঋণ আদায়ের জন্য জোর দেওয়ার কথা জানানো হয়েছে।