Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জলমগ্ন এলাকায় ত্রাণ নিয়ে গেলেন অখিল গিরি

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বাধিয়া পঞ্চায়েতের জলমগ্ন এলাকায় ট্রাক্টরে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন চারবারের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের  প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর ১ ব্লকের কিষান ও খেতমজুর মোর্চার সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র, উপস্থিত ছিলেন রামনগর ১ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিশ্বজিৎ জানা সহ এলাকার সদস্য সদস্যা, পঞ্চায়েত সমিতির মেম্বার ও আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ।


এই দিন প্রায় ঘন্টা তিনেক কখন এক হাঁটু ,কখন এক কোমর জলে হেঁটে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌছালেন অখিল গিরি ।এবং যথাসম্ভব ত্রিপল, খাওয়ার,পানীয় জল তুলে দিলেন জল বন্দী মানুষের হাতে। এলাকায় জলমগ্ন থাকার জন্য পানীয় জলের অসুবিধা তাই বিধায়ক অখিল গিরি জল দপ্তরের সাথে কথা বলে ট্যাঙ্কি করে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।তিনি  বলেন যেখানে জলস্তর খুব কম সেখানে জল পৌঁছে দেওয়া হচ্ছে যেখানে জলস্তর বেশি ট্রাক্টর করে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক অখিল গিরি বলেন আমার বিধানসভা কেন্দ্রের বাধিয়া পঞ্চায়েতের জল প্লাবিত কান্ড গ্রাম,  বাখারপুর, বারবাটিয়া এইসব জায়গা ঘুরে সবার সাথে যোগাযোগ করেছি । তাদের সমস্যার  কথা শুনেছি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read