প্রদীপ কুমার সিংহ :- শ্লীলতাহানীর অভিয়োগে এক শিক্ষকের গ্রেফতার করল পুলিশ। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার এলাকায়। ঐ শিক্ষক বারুইপুর থানার সুবুদ্ধিপুর এলাকায় থাকতো। নিজের বাড়িতে ছাদের ঘরে টিউশনি পড়াতো।টিউশন পড়তে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির ছাদে পড়ানোর সময় ছাত্রীর গায়ে হাত দেয় অভিযুক্ত শিক্ষক। এর আগেও ওই শিক্ষক একই কান্ড করেছে বলে অভিযোগ ছাত্রীর পরিবারের। ছাত্রীর পরিবারের বক্তব্য, যেসব শিক্ষকরা আরজিকর কান্ডে তিলোত্তমা নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে রাস্তায় বেরোয় তার মধ্যে কিছু শিক্ষক এইরম ঘটনা ঘটাচ্ছে।
ওই ছাত্রী পরিবারের মানুষ আরো যারা শিক্ষকের কাছে মেয়েকে পড়তে পাঠাবো কোন ভরসায়। ওই শিক্ষকের এই আচরণের জেরে মেয়ে এক সপ্তাহ স্কুলে যেতে পারেনি। যখন ঐ শিক্ষকে গিয়ে জিজ্ঞাসা করে তখন প্রথমে অস্বীকার করে। পরে যখন চেপে ধরে তখন ওই শিক্ষক স্বীকার করেছে আমি এই রকম ধরনের কাজ করেছি আর করব না আমার ভুল হয়ে গেছে। ছাত্রীর পরিবারের লোকেরা বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরিবারের মানুষরা চাইছে ওই শিক্ষকের যাতে শাস্তিমূলক ব্যবস্থা করে প্রশাসন। অভিযোগে ভিত্তিতে ওই শিক্ষককে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ। পুলিস জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম প্রশান্ত সরদার। বারুইপুর হাই স্কুলের অঙ্ক এর শিক্ষক অভিযুক্ত। অভিযুক্ত শিক্ষক স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। সোমবার বারুইপুর থানার পক্ষ থেকে ঘৃত শিক্ষককে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে।