পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের অন্তর্গত ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত শিখরপাত্রবাড় সংসদে পথশ্রী ৩ প্রকল্পে ঢালাই রাস্তার নির্মাণ কাজের সূচনা হলো।
কাজের উদ্বোধন করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। উপস্থিত ছিলেন ভাজাচউলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন কুমার বাগ, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত সদস্য উজ্জ্বল প্রধান ও অন্যান্য ব্যক্তিবর্গ ।
Author: ekhansangbad
Post Views: ১০৬