Select Language

[gtranslate]
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের অত্যাচার ও তোষনের প্রতিবাদে কাঁথি মহিলা থানার সামনে বিক্ষোভ

রাজ্যের প্রতিটি থানাতে পুলিশের অত্যাচার ও তোষনের প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বে থানা শুদ্ধিকরণ অভিযান সংঘটিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সোমনাথ রায়  ও তপন মাইতি, কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী বনশ্রী মাইতি ,জেলা নেতৃত্ব সহ কাঁথি ১ পঞ্চায়েত সমিতির  সভাপতি  অর্চনা পয়ড়্যা , জেলা কোষাধ্যক্ষ তাপস কুমার দোলাই , ১ নং মন্ডলের সভাপতি উমেশ প্রধান, রঞ্জিত বর, মহিলা মোর্চার জেলা নেতৃত্ব তিথী প্রধান, মঞ্জুশ্রী মান্না, শেফালী দাস, রীতা বর, চন্দ্রাণী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য সদস্যা ও কার্যকর্তাগণ।

এই কর্মসূচিতে কাঁথি মহিলা থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি কাঁথি শহরে বড় ডাকঘরের সামনে একটি পথসভা হয়।পথসভা থেকে আরজিকরের ঘটনায় রাজ্য প্রশাসনকে তীব্র কটাক্ষ করা হয়।  অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলার  ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে ভগবানপুর থানায়, থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি সংগঠিত হল।উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা মিঠু মল্লিক, জেলার সাধারণ সম্পাদিকা মানসী পড়ুয়া, জেলা সম্পাদিকা শ্যামলী সিনহা, জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি, জেলা সদস্যা কৃষ্ণা সাঁতরা, মন্ডল সভাপতি দেবব্রত কর, মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী অরুন্ধতী আচার্য্য ও শর্মিষ্ঠা ঘড়োই ছাড়াও মন্ডলের সম্মানীয় মহিলা মোর্চার কার্যকর্তাগন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read