হোটেলে মারধর করার অভিযোগে গ্রেফতার হল কোলাঘাটের এক যুবক। অভিযোগ গত ১৭ সেপ্টেম্বর রাতে খেজুরির তালপার্টিঘাট কোস্টাল থানার হিজলিতে একটি বেসরকারি হোটেলে গোপনে অশ্লীল ছবি তুলতে গিয়ে উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।
আগেই পুলিশ হোটেল মালিক কে গ্রেফতার করেছিল। রবিবার অভিযান চালিয়ে কোলাঘাট থানার শফিকুল্লাহবিবিচক এলাকার বেতবেড়িয়া গ্রামের বাসিন্দা ইসমাইল খান কে গ্রেফতার করে। ধৃতকে সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
Author: ekhansangbad
Post Views: ৩৩