পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর অবরচক্রের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠে সিনি ও আরোগ্য ওয়াল্ডের উদ্যোগে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত ও ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলতে বসে আঁকো প্রতিযোগিতা ও জাতীয় পুষ্টি মাস পালন করা হয়।
ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের সচেতনতা বার্তা, ছবি অংকন ও সুষম খাবারের থালা তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন গিরি, হেলথের নোডাল শিক্ষিকা শোভনা পাল, ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা গণ, এবং সিনির প্রতিনিধি সুরজিৎ পাল।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন গিরি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ডায়াবেটিস সচেতনতা ও স্বাস্থ্য সম্পর্কিত এই বার্তাগুলি ছাত্র-ছাত্রীদের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাক ও ডায়াবেটিস মুক্ত হোক এই সমাজ।
এই উদ্যোগে সিনির প্রতিনিধিগণ স্কুল পাশে থাকার অঙ্গীকার করেন।