Select Language

[gtranslate]
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাল্যবিবাহ, শিশু পাচার রোধে সচেতনতা  শিবির

বাল্যবিবাহ, শিশু পাচার ও কন্যা সন্তান বাঁচানোর জন্য সচেতনতা  শিবির অনুষ্ঠিত হলো রামনগর ১ ব্লকের তালগাছারী ২ গ্রাম পঞ্চায়েতের বোধড়া পন্থেশ্বরী হাই স্কুলে। কন্যাশ্রী ক্লাবের ব্যবস্থাপনায় গ্রাম পঞ্চায়েত ও জাগরণী সংঘের সহযোগিতায়, বোধড়া পন্থেশ্বরী হাই স্কুলের আয়োজন এই সচেতনতা শিবি অনুষ্ঠিত হয়।

শিবিরে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার, পঞ্চায়েত প্রধান সবিতা খাটুয়া, বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সভাপতি বিশ্বজিৎ জানা, প্রধান শিক্ষক প্রদীপ কুমার পট্টনায়, রামনগর থানার আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। শিবিরে বাল্যবিবাহ ও শিশু পাচার এবং শিশু সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণ করে প্রায় পাঁচ শতাধিক  ছাত্র-ছাত্রী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read