চরম বিপাকে পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মণ্ডপ শিল্পীরা। গত কয়কদিন নিম্নচাপের জেরে একটানা বর্ষা লেগে আছে।আর এর জেরেই সমস্যা তৈরী হয়েছে । কারন অধিকাংশ মণ্ডপের কাঠামো বাঁধার কাজ শেষ হলেও বৃষ্টির জেরে মন্ডপ তৈরি কাজ থমকে রয়েছে।
মাঝে আর মাত্র কয়েকটা দিন।এক কথায় বলতে গেলে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।তার উপরে এই প্রাকৃতিক দুর্যোগ সমস্যায় ফেলেছে মন্ডপ শিল্পীদের।
শিল্পীরা বলছেন হাতে আর খুব বেশি সময় নেই।যথা সময়ে মন্ডপ নির্মান নিয়ে তাই চিন্তায় পড়েছে শিল্পীরা। শহর থেকে গ্রাম বড় বড় থিমের পুজো মণ্ডপে বাঁশ বাঁধার কাজ শেষ হয়েছে। কিন্তু নিম্নচাপের জেরে হওয়া একটানা বর্ঢায় মন্ডপে কাপড় বাঁধর কাজ শুরু করতে পারছেন না মণ্ডপ শিল্পীরা
পূর্ব মেদিনীপুর জেলার মন্ডপ শিল্পী উৎপল প্রধান বলেন এই প্রবল বর্ষার মধ্যে মন্ডপের কাজ করায় সমস্যা তৈরি হচ্ছে।এর ফলে মণ্ডপের কাজ চার-পাঁচদিন পিছিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে রাতদিন কাজ করে শেষ করতে হবে।কিন্তু সেটাও কত সময় পাওয়া যাবে তা নিয়ে ভাবাচ্ছে শিল্পীদের